Details
কথিত আছে আজ থেকে চারশত বছর পূর্বে মোঘল সম্রাট আকবরের সময় জনৈক দানবীর ও প্রভাবশালী ব্যক্তি হিম্মত খাঁ এখানে বসবাস করতেন। তার নামানুসারে প্রথমে হিম্মতপুর পরবর্তীকালে হিমাইতপুর নামকরণ করা হয়। ১৯৩৫ সালে হিমাইতপুর ইউনিয়ন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর এটি বৃটিশ সরকারের প্রশাসনিক কর্মকর্তা সিও কার্যালয়ের অধিনে ছিল। ইতিহাস বিখ্যাত পাবনার মানসিক হাসপাতাল এই হিমাইতপুর ইউনিয়নে অবস্থিত এছাড়াও হিন্দু ধর্মে পরম র্তীথ শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম রহিয়াছে যেখানে প্রতি বছর নেপাল, ভারত, বাংলাদেশের বিভিন্ন জেলার হিন্দু সম্প্রদায়ের পূজা করতে আশে।বর্তমানে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদটির নতুন কমপ্লেক্স ভবনটি শানির দিয়াড় গ্রামে স্থাপিত হয়েছে।