কথিত আছে আজ থেকে চারশত বছর পূর্বে মোঘল সম্রাট আকবরের সময় জনৈক দানবীর ও প্রভাবশালী ব্যক্তি হিম্মত খাঁ এখানে বসবাস করতেন। তার নামানুসারে প্রথমে হিম্মতপুর পরবর্তীকালে হিমাইতপুর নামকরণ করা হয়। অত্র ইউনিয়ন পরিষদ গঠনের সময় হিমাইতপুর মৌজাকে কেন্দ্র করে হিমাইতপুর ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়। ১৯৩৫ সালে হিমাইতপুর ইউনিয়ন প্রতিষ্ঠা হয় ।
ক) নাম– ৯নং হেমায়েতপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ৬৭.৫৪ (বর্গ কিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ৩৪৪৭৬জন(প্রায়) (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ২৮টি।
ঙ) মৌজার সংখ্যা– ২২টি।
চ) হাট/বাজারসংখ্যা- ১টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা/মোটরগাড়ী ।
জ) শিক্ষার হার– ৬৩.৫%। (২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩ টি,
উচ্চবিদ্যালয়ঃ ০৩ টি,
মাদ্রাসা- ১০ টি।
এতিমখানা- ০৭ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–মো: আলাউদ্দিন মালিথা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ১টি।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।
ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ১৬/০৯/২০০৪ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ১০/০৮/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ– ১১/০৮/২০১৬ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ১০/০৮/২০২১ইং
ঢ) গ্রাম সমূহের নাম–
হিমাইতপুর নাজিরপুর বৈকণ্ঠপুর
আফুরী জোতকানু পাটকীয়াবাড়ী চক চিরট
চক ভোমরা নিয়ামতুল্লাপুর চর গাফুরিয়াবাদ
চর প্রতাবপুর কৃষ্ণ দিয়াড় শানির দিয়াড়
উদয়পুর ভবানীপুর ভগিরতপুর
খাস চর বাগুন্দা চাদপুর জয়েনপুর
রতনপুর চর বাঙ্গাবাড়ীয়া চর নাজিরপুর
দিয়াড় বোয়ালিয়া কিসমত প্রতাবপুর চর শিবরামপুর
চর ঘোষপুর ঘোষপুর ভৈরবপাড়া
চর সাধুপাড়া
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS